রংপুরে ভূমিহীনদের আবাসনের দাবীতে মিছিল-সমাবেশ

রংপুরে ভূমিহীনদের আবাসনের দাবীতে মিছিল-সমাবেশ

স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীর ভূমিহীনদের আবাসনের দাবীতে মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে ভ‚মিহীন সংগ্রাম পরিষদ। রবিবার (২ জুন) বেলা ১২টায় নগরীর শাপলা চত্ত্বর থেকে একটি লাল পতাকা মিছিল নিয়ে ভ‚মিহীনদের একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কাচারী বাজারে সংগঠনের আহ্বায়ক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, ভূমিহীন সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা বাসদের জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস, উপদেষ্টা মমিনুল ইসলাম, সংগঠক সাইফুল, সাবিনা প্রমুখ। 
এ সময় বক্তারা বলেন, দেশের দারিদ্রপীড়িত ১০টি জেলার মধ্যে রংপুর অন্যতম। এখানে কোন ভারী শিল্প নেই, গ্রামাঞ্চলেও সারাবছর কাজ থাকে না। তাই নগরীতে জনসংখ্যা বেড়েই চলছে। ভ‚মিহীন-গৃহহীন শ্রমজীবিদের একটি বিরাট অংশ রিক্সা, ভ্যান চালিয়ে, দোকান কর্মচারী, হকারী কিংবা বাসা বাড়িতে বুয়ার কাজ করে জীবিকা নির্বাহ করছে। কোন জমি না থাকায় রাস্তার ধারে ঝুপরি পেতে তারা মানবেতর জীবন যাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জোর দাবী জানাই। সমাবেশ শেষে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।