ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ 

ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের শাস্তির দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ 
রোববার সকালে ব্যাংক প্রাঙ্গনে মানববন্ধন সমাবেশ করে বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ।

স্টাফ রিপোর্টার ♦ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। রোববার সকালে ব্যাংক প্রাঙ্গনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, চলতি দায়িত্বে কর্মরত ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মোঃ ইয়াতিমুল হাসান, সিবিএ নেতা আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা করা। ভাস্কর্যের উপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণা করা ব্যক্তিদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।