আর্জেন্টিনার জয়ে রংপুরে উল্লাসিত শিশু সমর্থক ইয়ামিন
নিউজডোর ডেস্ক ♦ ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় রংপুরে আর্জেন্টিনা ফুটবল প্রেমীরা ছিল মাতোয়ারা। বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের ভক্তের কমতি নেই। এ দুই দলের যেকোন এক দলের খেলা মানেই চরম উত্তেজনা। আর্জেন্টিনার-পোল্যান্ড মধ্যকার খেলায় আর্জেন্টিনার ছিল বাঁচা মরার লড়াই। এ খেলার আর্জেন্টিনা ভক্তদের আগ্রহের কমতি ছিল না। পছন্দের দলের জয় দেখতে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায়, হাট-বাজারসহ বিভিন্ন মাঠে প্রজেক্টর লাগিয়ে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের মেসগুলোসহ বাসা-বাড়িতে খেলা দেখা ও উপভোগ করার আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব ও সমর্থকরা। সেই ম্যাচে ২-০ গোলে আর্জেন্টিনা জয় পাওয়ায় আনন্দ-উল্লাসে মেতে ওঠে জুম্মাপাড়ার আর্জেন্টিনা সমর্থক রায়হান কবীর মুরাদ ও শাবনাজ লাবনীর শিশু কন্যা শিক্ষার্থী ওয়াজিহা কবীর ইয়ামিন। আর মুহুর্তের মধ্যেই তার উল্লাসিত ছবি ভাইরাল হয়ে পড়ে।