পৃথিবীতে ১৯ ঘন্টায়ও দিন হতো

পৃথিবীর ইতিহাসে এমন শতকোটি বছর সময় গেছে যখন পৃথিবী ছিল স্থবির।

পৃথিবীতে ১৯ ঘন্টায়ও দিন হতো
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ আমরা একদিন বলতে ২৪ ঘন্টা বুঝি। কিন্তু এক সময়ে ১৯ ঘন্টায়ও একদিন হতো! গবেষকরা বলছেন, পৃথিবী এমন অবস্থার মধ্য দিয়েও গেছে যে ১৯ ঘন্টায় একদিন হতো। নেচার জিও সায়েন্সে প্রকাশিত ‘বোরিং বিলিয়ন’ শিরোনামের গবেষণায় এমনটাই বলা হয়েছে।

পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ ও আমাদের মহাবিশ্বের একমাত্র স্থান যেখানে প্রাণের উৎপত্তি হয়েছে এবং এর বাসযোগ্যত রয়েছে। কিন্তু পৃথিবী এমন অবস্থায় সব সময় ছিল না। প্রাণের বিকাশ লাভের মতো পরিবেশ তৈরি করতে পৃথিবীর লেগেছে শতকোটি বছরেরও বেশি সময়। অর্থ্যাৎ পৃথিবীর ইতিহাসে এমন শতকোটি বছর সময় গেছে যখন পৃথিবী ছিল স্থবির। তাই বিজ্ঞানীরা সেই সময়টিকে বলছেন বোরিং বিলিয়ন।

এই বোরিং বিলিয়ন গবেষণার সঙ্গে যুক্ত চাইনিজ একাডেমি অব সায়েন্সেসীর রস মিচেল ও কার্টিন ইউনিভার্সিটির উয়ে কিরসারের মতে, এ সময় পৃথিবী তার নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় নিত ১৯ ঘন্টা। পরে চাঁদ মহাকর্ষীয় শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর ঘূর্ণনশক্তি চুরি করে এর কক্ষপথ থেকে আরও দুরে সরিয়ে দেয় এবং এর গতিশক্তি হ্রাস করে। ফলে দিনের সময়সীমা বৃদ্ধি পায়।

এনডিটিভি