গঙ্গাচড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৭ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা

গঙ্গাচড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মৎস্য অফিস কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহে (২৮ আগষ্ট - ০৩ নভেম্বর) দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস। কর্মসূচিগুলো হলো ১ম দিন শনিবার মাইকিং এর মাধ্যমে ব্যপক প্রচার, ২য় দিন রবিবার উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৩য় দিন মৎস্য চাষের বিভিন্ন উপকরন বিতরণ, ৪র্থ ৫ম দিন মাছচাষ বিষয়ে পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি পানি পরীক্ষা প্রামান্যচিত্র প্রদর্শন, ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষিদের সাথে মতবিনিময় শেষ দিন শুক্রবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা। মতবিনিময় সভায় গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লালসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।