মাদকাসক্ত ব্যক্তি চেনার উপায়
খেয়াল রাখুন আপনার আশেপাশের প্রিয় মানুষদের প্রতি

নিউডোর ডেস্ক ♦ আমাদের আশেপাশে নানাধরণের মাদকাসক্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। তবে আপনি কিভাবে একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিতে পারবেন? তাহলে জেনে নিন একজন মাদকাসক্তের কিছু বৈশিষ্ট।
- ১) একজন মাদকাসক্ত ব্যক্তি কখনই পরিপাটি থাকেনা। সবসময় অগোছালো থাকে।
- ২) খাবার প্রতি আগ্রহ থাকে না। যেকোন খাবারের প্রতি অনীহা থাকে।
- ৩) কোনও কাজেই মন থাকে না। সবসময় বেখেয়ালী হয়ে থাকে এবং অলস প্রজাতির হয়ে থাকে।
- ৪) শরীর থেকে স্বাভাবিকের তুলনায় বেশি ঘাম বের হয়।
- ৫) একজন মাদকাসক্ত ব্যক্তি সবসময় নিজেকে সবার থেকে দুরে রাখে। একা থাকতেই তারা পছন্দ করে।
- ৬) মাদক সেবন করার জন্য চুরির অভ্যাস যেমন: বাড়ির কোনও জিনিস চুপ করে বেচে দেয়া। নিজস্ব জিনিসও বিক্রি করে দিয়ে থাকে মাদকাসক্তরা।
যদি আপনার আশেপাশের কোন প্রিয়জনের মাঝে উক্ত বৈশিষ্ট লক্ষ্য করেন তবে, দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আপনার দায়িত্ব।