শিশুদের যেভাবে ডেঙ্গু থেকে রক্ষা করতে পারেন

ডেঙ্গু সংক্রমণ থেকে নিজেদের চেয়ে সন্তানদের কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা

শিশুদের যেভাবে ডেঙ্গু থেকে রক্ষা করতে পারেন

নিউজডোর ডেস্ক ♦ সারাদেশে ব্যাপক হারে বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। এই ডেঙ্গু সংক্রমণ থেকে নিজেদের চেয়ে সন্তানদের কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। বিশেষ করে শিশুদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে কি করণীয় এবং কি বলছেন বিশেষজ্ঞরা- এ সম্পর্কিত কিছু টিপস নিয়ে আজকের এই আয়োজন।

আপনার শিশুকে ডেঙ্গু’র হাত থেকে বাঁচাতে এবং সংক্রমণ এড়াতে কি কি করতে পারেন তা জেনে নিতে পারেন:

 

  • ঘরে বা বাইরে বাচ্চাদের উপর মশা তাড়ানোর ক্রিম লাগান। এছাড়াও তাদের ফুল হাতা শার্ট এবং ফুল ট্রাউজার পড়িয়ে রাখুন। শিশুর মশারির ভিতরে ঘুমানোর অভ্যাস করুন।
  • বাড়ির ভিতরে বা আশেপাশে জল জমতে দেবেন না। জলের বালতি ঢেকে রাখুন। ঘরের চারপাশে কীভাবে জল না জমে সেদিকে কড়া নজর রাখুন। জানালায় মশারি বসান।
  • মশা তাড়াতে বাড়িতে কর্পূর পোড়াতে পারেন। ইউক্যালিপটাস, তুলসি, লেমনগ্রাস- এসব গাছ কিনে ঘরে রাখতে পারেন। এসব গাছের গন্ধ মশাকে দূরে রাখে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিতে হবে। শিশু যেন পর্যাপ্ত পানি পান করে তাও নিশ্চিত করতে হবে।