এই গরমে ত্বকের যত্নে তরমুজ
তরমুজ এমন একটি ফল যা ত্বকের যেকোন সমস্যায় ব্যবহার করা যায়।
নিউজডোর ডেস্ক ♦ গ্রীস্মের গরমে আমাদের ত্বকে সব থেকে বেশি সমস্যা দেখা দিয়ে থাকে। ঘেমে তেলচিঁটে ভাব, সাসা ফুসকড়ি ওঠাসহ রোদে পুড়ে গিয়ে ত্বকের গ্ল্যামার নষ্ট হওয়া। তবে তরমুজের মৌসুমে তরমুজকে ব্যবহার করেই আপনি উক্ত সমস্যাগুলির সমাধান করতে পারেন। তরমুজ খাওয়ার পাশাপাশি ত্বকে ব্যবহার করলে পাবেন উপকার।
তরমুজে রয়েছে ভিটামি ‘এ’ ‘বি’ ও ‘সি’। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতা ও বলিরেখা দুর করতে সাহায্য করে। তরমুজের ভিটামিন ‘এ’ চোখের নিচের ডার্ক সার্কেল অর্থ্যাৎ কালো দাগ দুরীকরণে অনেক কার্যকরী। তরমুজ এমন একটি ফল যা ত্বকের যেকোন সমস্যায় ব্যবহার করা যায়। এছাড়াও আমাদের সারাদিন রোদে থাকার কারণে আমাদের অনেকের ত্বক জ্বলে যায়। এই জ্বলাভাব দুর করতে তরমুজ অসাধারণ কাজ করে। তরমুজে ভিটামিন ‘সি’ থাকার কারণে এটি স্কার্ব হিসেবেও ভীষণ উকারী।
যেভাবে ব্যবহার করবেন:
এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে আলতোভাবে ঘষতে পারেন। তারপর ঠাণ্ডা পানি কিংবা আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এছাড়াও আপনি চাইলে তরমুজের রসের সাথে চালের গুঁড়া মিক্সড করে স্ক্রাবিং করে রাখতে পারেন। ১০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।