রাষ্ট্রপতি পুলিশ পদকে মনোনিত আরপিএমপি’র কর্মকর্তা মহিদুল ইসলাম 

রাষ্ট্রপতি পুলিশ পদকে মনোনিত আরপিএমপি’র কর্মকর্তা মহিদুল ইসলাম 

স্টাফ রিপোর্টার  ♦ রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ মহিদুল ইসলাম ‘রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএমসেবা) মনোনিত হয়েছেন। মহিদুল ইসলাম নবগঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম কর্মকর্তা। তিনি নিজের যোগ্যতা ও দক্ষতায় রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠন, উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চৌকস পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম গাইবান্ধা  জেলায় জন্মগ্রহণ করেন। 

উল্লেখ্য, ২০ জানুয়ারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন-নিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালে ১৫ জনকে বিপিএম, ২৫ জনকে পিপিএম এবং ২৫ জনকে বিপিএম-সেবা ও ৫০ জনকে পিপিএম-সেবা প্রদান করা হবে। ২০২১ সালের সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ পুলিশ কর্মকর্তাদের এ পদকে ভূষিত করা হয়। বার্ষিক পুলিশ প্যারেডে প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেবেন। ###