করোনার উর্ধ্বগতি : জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম
স্টাফ রিপোর্টার ♦ করোনার ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে রংপুরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার দুপুরে উত্তরাঞ্চলের বৃহৎ সিটি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলিহা খানমের নেতৃত্বে এ কার্যক্রমে স্বাস্থ্যবিধি না মানা ব্যক্তিদের সচেতন করাসহ তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলেসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্টেট মলিহা খানম বলেন, করোনার সংক্রমণের হারের দিক থেকে রংপুরকে ইয়োলো জোন ঘোষণা করা হয়েছে। আমরা প্রাথমিক কার্যক্রম হিসেবে মানুষকে সচেতন করছি। শারীরিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধানের বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এরপরেও স্বাস্থ্য বিধি মানা না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।