রংপুরে দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া করে তার স্ত্রীর বড়ভাইয়ের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে

রংপুরে দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের পীরগাছায় দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় প্রথম স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিদেবু (আমডারা) গ্রামের রাজমিস্ত্রী রাজু মিয়ার বাড়ি থেকে ২ সন্তানের জননী ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
ঘটনার পর থেকে স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ আছমা বেগম (২৮) ওই গ্রামের রাজমিস্ত্রী রাজু মিয়ার স্ত্রী। স্বামী রাজু মিয়া দুই মাস আগে পরকীয়া করে তার স্ত্রীর বড়ভাইয়ের স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করেন। 
পুলিশ ও নিহত গৃহবধূর স্বজনদের সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে পীরগাছা সদরের পশ্চিম সুখানপুকুর গ্রামের মৃত আব্দুল বাতেনের মেয়ে আছমা বেগমের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (আমডারা) গ্রামের সুলতার মিয়ার ছেলে রাজমিস্ত্রী রাজু মিয়ার। তাদের ঘরে দুইটি সন্তান রয়েছে। 
এদিকে নিজের স্ত্রীর বড়ভাই মমিনুল ইসলামের স্ত্রী এক সন্তানের জননী শিরিনা বেগম (৩২)  এর সাথে পরকীয়া করে দুই মাস আগে বিয়ে করেন রাজু মিয়া। এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে কলহ চলে আসছিল রাজু মিয়ার। গত কয়েকদিন আগে প্রথম স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গেলে গত বৃহস্পতিবার রাজু মিয়ার মা তবিরন নেছা তাকে নিয়ে আসেন। 
শনিবার সকালে আবারও স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ার পর রাজু মিয়া স্ত্রী অসুস্থ বলে ডাক্তার আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ির লোকজন তার ঘরে প্রবেশ করে বিছানার উপর শোয়া অবস্থায় আছমা বেগমের মরদেহ দেখতে পান। নিহতের গলায় দাগ রয়েছে। পরে বাড়ির অন্য লোকজন কৌশলে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ নিহত আছমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠায়। ঘটনার পর রংপুরের সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 
নিহতের বোন ইসমত আরা বলেন, দ্বিতীয় বিয়ে মেনে না নেয়ায় আমার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি। 
এ বিষয়ে পীরাগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই আব্দুর রউফ মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।