রংপুরে ছাত্র ফ্রন্টের উদ্যেগে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন

রংপুরে ছাত্র ফ্রন্টের উদ্যেগে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ♦ শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন করেছে সমাজতান্ত্রিক রংপুর ছাত্রফ্রন্ট। শনিবার (২৬জুন) সকাল ১১টার দিকে সুমি কমিউনিটি সেন্টারে শহীদ জননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকীর স্মরণে মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন হয়।
সংগঠনের মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার মৌ।
সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, জনতা রংপুরের আহবায়ক ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা.সৈয়দ মামুনুর রহমান,জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস,বেরোবি’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার,বাসদ-এর সদস্য সচিব মমিনুল ইসলাম,রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার,প্রভাষক অমল সরকার প্রমূখ।
ডা.সৈয়দ মামুরর রহমান বলেন,শহীদ জননী এদেশের কোন রাজনৈতিক দলের নেতা না হলেও মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের একজন নেতা। তিনি আরও বলেন,আজকের তরুণ সমাজকে শহীদ জননীর আকাঙ্খথাকে ধারণ করে শোষণহীন সমাজপরির্তনের আন্দোলনকে বেগবান করতে হবে। 
বাসদ নেতা কমরেড আব্দুল কুদ্দুস বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্খার পরিপন্থী সাম্প্রদায়িক আস্ফালন তৈরী করছে। সাম্প্রতিক সময়ে দেশে হাজার হাজার কোটি টাকা ব্যায়ে ৫৬০টি মডেল মসজিদ তৈরী নিছক মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করা। তিনি  বলেন,রাষ্ট্রের চলমান দুর্নীতি অনিয়ম,সাম্প্রদায়িককীকরণের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। 
নেতৃবৃন্দ বলেন,মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের সংগ্রাম,আত্মত্যাগ দেশের জন্য এক বিরল দৃষ্টান্ত। বক্তারা আরও বলেন,দেশপ্রেম ও আর্দশহীন  বুর্জোয়া রাজনীতির ফলে সাম্প্রতিক সময়ে দেশে ব্যাপক দুর্নীতি-অনিয়ম ,অশ্লীল-অপসংস্কৃতি,ব্যক্তিকেন্দ্রিক ভোগসর্বস্ব মানসিকতা বেড়েই চলছে। বক্তারা শহীদ জননীর মত সংগ্রামী অসাম্প্রদায়িক মহীয়সী ব্যক্তিদের জীবন সংগ্রাম তরুণ প্রজম্মের সামনে তুলে ধরার আহবান জানান।