শাহবাগে পুলিশের সাথে-প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সংঘর্ষ

শাহবাগে পুলিশের সাথে-প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ শাহবাগে পুলিশের সঙ্গে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের সংঘর্ষ হয়েছে। ভাতা বাড়ানোর দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। রোববার (১৬ জুলাই) সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব ফটক বন্ধ করে পুলিশ তাদের আটকের চেষ্টা করেছে বলে দাবি চিকিৎসকদের। পরে চিকিৎসকরা নম্বর গেট দিয়ে বেরিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তারা সড়কে বসে দাবির সমর্থনে স্লোগান দিতে থাকে।

এর আগে শনিবার (১৫ জুলাই) 'প্রমাণ চাই, আশ্বাস নয়, ৫০ হাজার ভাতা চাই' স্লোগানে ধর্মঘটে যান তারা। ওই দিন সকালে ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে অবস্থান নিয়ে দিনের কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, শিক্ষানবিশ চিকিৎসকদের ভাতা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত এবং ভাতা নিয়মিত করার দাবিতে তারা ধর্মঘট করছেন।