শুনানীর আগেই দেশ ছাড়লেন সম্রাট

নিউজডোর ডেস্ক ♦ রিটের শুনানির একদিন আগে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলার আসামি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট দেশ ছেড়েছেন। রোববার (১৬ জুলাই) সম্রাটের বিদেশ যাওয়ার বিষয়ে হাইকোর্টকে জানান তার আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
সম্রাটের আইনজীবী জানান, চিকিৎসার জন্য শনিবার রাতে আদালতের অনুমতি নিয়ে তিনি কলকাতায় যান। এদিকে সম্রাট যথাসময়ে দেশে ফিরছেন কি না তা আগামী ১ আগস্টের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ।
এর আগে গত ১৩ জুলাই জ্ঞাত সম্পদের বাইরে সম্পদ অর্জনের মামলায় সম্রাটকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।