রৌমারীতে ভারতীয় নাগরিক আটক

ওই যুবকের বিরুদ্ধে বিজিবির মামলা

রৌমারীতে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আশরাফুল ইসলাম (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওই যুবককে আটক করে বিজিবি। আটক যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দিয়ে রৌমারী থানায় সোপর্দ করেছে।
আটক আশরাফুল ইসলাম ভারতের মানকারচর শিঙ্গিমারী থানার সুখচর উজান বজরা গ্রামের আবুল হোসেনের ছেলে বলে বলে জানা গেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক যুবককে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গয়টাপাড়া গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫৩ এর কাছ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।
 এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা দিয়ে রৌমারী থানায় সোপর্দ করেছে।

শুক্রবার (১৫ এপ্রিল) আসামীকে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হবে।