ছাত্রদল করায় চাকরি থেকে ছাঁটাই, প্রতিবাদ মামুনের

ছাত্রদল করায় চাকরি থেকে ছাঁটাই, প্রতিবাদ মামুনের

নিউজডোর ডেস্ক ♦ ছাত্রদলের সদস্য হওয়ার কারণে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে বলে এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের মামুন নামের এক যুবক। এরই প্রতিবাদে রোববার শহীদ মিনার প্রাঙ্গণে নাসিরনগর উপজেলা প্রশাসন ভবনের ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন ওই যুবক মামুন।

তিনি অভিযোগ করে বলেন, আমি দুই মাস ধরে কর্মস্থলে যেতে পারছি না। এছাড়াও বকেয়া দু’মাসের বেতনও আমাকে দেয়া হয়নি।

মোঃ মামুন ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রাণিসম্পদ অফিসে প্রকল্প কর্মী হিসেবে কাজ করতেন। দুই বছরের ওই প্রকল্প থেকে তিনি মাসিক ছয় হাজার টাকা বেতন পেতেন।

মামুন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়াশোনা করে নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

তিনি ২০২২ সালের ১ সেপ্টেম্বর দুই বছরের জন্য অস্থায়ীভাবে কাজে যোগ দিয়েছেন বলে দাবি করেন। সম্প্রতি তিনি সাবেক ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম বলেন, "মামুন কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কিন্তু সে তার দায়িত্ব নিয়মিত ও সঠিকভাবে পালন করেনি। এ বিষয়ে সে কর্ণপাত করেনি। তাকে অফিসে আসতে দেওয়া হচ্ছে না- এমন কোন দলিল থাকলে দেখান।"

সূত্র: কালরকণ্ঠ