রংপুর মেট্রোপলিটন পুলিশে  সংযোজন হলো আরও ২টি পিকাপ

রংপুর মেট্রোপলিটন পুলিশে  সংযোজন হলো আরও ২টি পিকাপ

মেরিনা লাভলী ♦ রংপুর মেট্রোপলিটন পুলিশে সংযোজন হলো আরও ২টি পিকাপ। এনিয়ে নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে মোট ৮টি গাড়ি থাকায় আরও গতিশীল ও কার্যকর হবে পুলিশিং কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুরে নতুন ২টি হিউম্যান হলার পিকআপ উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনসহ পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ হারাগাছ থানা ও হাজিরহাট থানার ওসিকে গাড়ির চাবি প্রদান করা হয়।        
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ খ্রিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের শুভ উদ্বোধনের পর হতে যাত্রা শুরু করে নানাবিধ সীমাবদ্ধতার (বিশেষ করে স্থাপনা ও যানবাহন) মধ্যে চলেও এই স্বল্প সময়ে অত্র ইউনিটটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পুলিশ কমিশনারের সততা, দক্ষতা, অভিনব কর্মকৌশল এবং জনসম্পৃক্ততা আরপিএমপিকে একটি জনসেবামূলক মানবিক প্রতিষ্ঠানে পরিনত করেছে।