রংপুরে পৌনে ৭ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

রংপুরে পৌনে ৭ লাখ শিশুকে দেয়া হবে  হাম-রুবেলার টিকা
দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়

মেরিনা লাভলী ♦ শিশুর জন্মত্রুটি রোধ ও গর্ভবতী মায়েদের মৃত্যু ঝুঁকি কমিয়ে আনতে রংপুরে পৌনে ৭ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায় জানান,  আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের ১৮টি ওয়ার্ডসহ জেলার ৮ উপজেলার ৬ লাখ ৮৭ হাজার ১৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুরা এ টিকা পাবে। ৬ সপ্তাহব্যাপী এ টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করবে ৫৪৬ জন মাঠকর্মী ও ৭৯৫ জন স্বেচ্ছাসেবী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি জেলা সিভিল সার্জন ডাঃ কানিজ সাবিহা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. মাহবুবুল ইসলাম রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু প্রমুখ।