রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু 

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগের ৮ জেলা মারা গেলেন ৩২৫ জন। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ওই দুই ব্যক্তি দিনাজপুর জেলার বাসিন্দা। 

রোববার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ থেকে রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন, ১৮ হাজার ১২ জন ও সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ৬৬৮ জন। বর্তমানে ৮২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী বলেন, চলমান লকডাউনে দোকানপাট, শপিং মল খুলে দেয়ার পর মানুষ ঈদের কেনাকাটা করতে শপিংমলগুলোতে ভিড় জমাচ্ছেন। ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যবিধি অনুসরণে উদাসীনতা লক্ষ্য করা গেছে। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা ভয়াবহ রুপ নিয়েছে, এ থেকে আমাদের সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানা উচিত। এভাবে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা চলতে থাকলে আমাদের দেশেও করোনায় ভয়াবহ রুপ নিতে পারে।