রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪০ জন শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪০ জন শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ২১ জন, লালমনিরহাটের ১৪ জন, নীলফামারীর ২ জন, গাইবান্ধা, দিনাজপুর ও নওগাঁর একজন করে রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর সদরের এক যুবক (২৮), কাউনিয়ার এক নারী (৪২), এক শিশু (১৫), রংপুর সদরের এক নারী (৩২), ধাপের এক চিকিৎসক (২৮), নীলফামারী ডিমলার এক যুবক (২৭), সৈয়দপুরের এক বৃদ্ধ (৬৫), গাইবান্ধা ফুলছড়ির এক বৃদ্ধ (৬৫)। 

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর নগরীর হনুমানতলার এক যুবক (২৮), কামাল কাছনার এক নারী (৩৭), পাকারমাথার এক পুরুষ (৩৬), এক নারী (২১), লালকুঠির এক নারী (৩৭), ধাপ ইঞ্জিনিয়ারপাড়ার এক যুবক (২৮), নাসনিয়ার এক পুরুষ (৩৯), হাজীপাড়ার এক যুবক (২২), কেল্লাবন্দের এক যুবক (২২), অভিরামের এক পুরুষ (৩১), মুলাটোলের এক পুরুষ (৪৫), খলিফাপাড়ার এক পুরুষ (৩৯), হাজীপাড়ার এক নারী (৩২), মুলাটোলের এক বৃদ্ধা (৮৬), তারাগঞ্জের এক পুরুষ (৪০), পীরগাছার এক পুরুষ (৪২)।  

লালমনিরহাট জেলায় নতুন শনাক্তরা হলেন, লালমনিরহাট ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন  এক পুরুষ (৫৫), অপর পুরুষ (৪১), এক নারী (৩৮), এক শিশু (১০), আদিতমারীর এক শিশু (১৬), এক নারী (৩০), এক পুরুষ (৩৩), এক যুবক (২৮), অপর পুরুষ (৪৮), এক বৃদ্ধ (৭০),এক পুরুষ  (৩৫), লালমনিরহাটের এক পুরুষ (৫৫), পাটগ্রামের এক কিশোর (১৪), এক পুরুষ (৩৫)। 

এছাড়া নওগাঁর এক যুবক (২৮) ও দিনাজপুরের এক পুরুষ (৩৩) নতুন করে শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৫ হাজার ১৪৩ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ৭১৩ জন । মারা গেছেন, ১০১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ৪৩ জন।