উপহারের টিকা হস্তান্তর করল ভারত

উপহারের টিকা হস্তান্তর করল ভারত

নিউজডোর ডেস্ক ♦ ভারত সরকারের দেয়া উপহার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ বাংলাদেশকে আনুষ্ঠানানিকভাবে  হস্তান্তর করেছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।  

আজ বৃহস্পতিবার দুপরে রাষ্ট্রীয় অতিথি ভবনে (পদ্মা) অনুষ্ঠানের মাধ্যমে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ টিকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আ. মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এটি সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির- দেয়া প্রতিশ্রুতির অংশ এবং ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ। পারস্পরিক বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং ভারত একসাথে কভিড-১৯ এর মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়বে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী ২৭ বা ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার একটি করোনা ডেডিকেটেডে হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষনমূলক টিকাদান শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে পারেন।