বেতন, ফি এবং মেস ভাড়া মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করে রংপুরে সমাবেশ  

বেতন, ফি এবং মেস ভাড়া মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করে রংপুরে সমাবেশ  

স্টাফ রিপোর্টার ♦
করোনাক্রান্তিতে রংপুরে শিক্ষার্থীদের বেতন, ফি এবং মেস ভাড়া মওকুফে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে বক্তারা বলেন, করোনা বিপর্যয়ে অন্যান্য অনেক খাতের মত শিক্ষাব্যবস্থাও মারাত্বক ঝুঁকির মুখে।

এমন পরিস্থিতিতে সরকার অনলাইন শিক্ষার নাম করে শিক্ষার্থীদের সাথে তামাশা করছে। সরকারের গার্মেন্টস মালিক-ব্যবসায়ীদের জন্য কোটি টাকা প্রণোদনা ঘোষণা করলেও শিক্ষার্থীদের বেতন ফি এবং মেস ভাড়া মওকুফে কোন প্রণোদনা দেয়নি। এ সময় করোনার চিকিৎসাসহ সকল নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিন নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগনের সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, ছাত্র ফ্রন্ট মহানগরের সহ-সভাপতি প্রহলাদ রায়, বেরোবি সভাপতি রিনা মুরমু, সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায় প্রমুখ।