সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় সরকার

দু’দিন পরপর শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন করার নির্দেশ

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চায় সরকার
পাগলাপীর স্কুল ও কলেজ

নিউজডোর ডেস্ক ♦ দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবছরের সেপ্টেম্বরেই খুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে সরকারের শিক্ষাসংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ে নানা কার্যক্রম শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে প্রতি দু’দিন পরপর শিক্ষা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার।

সর্বস্তরের শিক্ষকদের টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার কাজও চলছে। সারাদেশে চার লাখ ৪০ হাজার প্রাথমিক শিক্ষকদের টিকা দেয়ার কাজটি আগামী ১১ আগস্টের মধ্যেই শেষ করতে চায় সরকার।

জানা যায়, সব ধরণের শিক্€ষা প্রতিষ্ঠান একযোগে, একসঙ্গে খুলে দেয়া হবে না। প্রথমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। এরপরে আটকে স্নাতক ও স্নাতকোত্তরের চুড়ান্ত পরীক্ষাগুলো নেয়া হবে। এরপর ধাপে ধাপে কলেজ ও বিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়গুলো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।