ট্রেনের টিকিট বিক্রি শুরু

স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে পুলিশ

ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিউজডোর ডেস্ক ♦ দেশে করোনা চলমান লকডাউনের মেয়াদ শেষে বুধবার থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। তারিই আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় এই টিকিটি বিক্রি।

সামাজিক দুরত্ব এবং মাস্ক পড়ার নিয়ম মানাতে সকাল থেকে কাজ করে যাচ্ছে রেলওয়ে পুলিশ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের রেলওয়ে কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে এবং মোবাইল অ্যাপে এবং বাকি অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি চলছে।

প্ল্যাটফর্মে রেলযাত্রীীরা লাইনে দাড়িয়ে টিকিট নিচ্ছেন। বিভিন্ন রুটের জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে। নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা রয়েছে।