শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

তদারকির দায়িত্বপ্রাপ্তদেরও ছাড় দেয়া হবে না

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিউজডোর ডেস্ক ♦ যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিয়ে অবহেলা দেখা যায়, তবে কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট তদারকির দায়িত্বে থাকবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

রোববার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানান।

সেইসঙ্গে স্কুলড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রী।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার (১২ সেপ্টেম্বর) প্রাণ ফিরে পেল এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।