ওমিক্রন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বাড়ছে করোনার প্রাদুর্ভাব

ওমিক্রন: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও বাড়ছে করোনার প্রাদুর্ভাব। অভিভাবকদের মাঝে এখন শঙ্কা হয়ে দাঁড়িয়েছে যে শিক্ষাপ্রতিষ্ঠান কি আবারও বন্ধ হতে যাচ্ছে?

তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে জানালেন যে এখনও আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছি না।

রোববার (১৬ জানুয়ারি) সাভারের পোস্টাল ট্রেনিং সেন্টারে এ বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সিই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়া আশঙ্কা রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আমরা গভীরভাবে বিষয়টি (করোনার প্রকোপ) পর্যবেক্ষণ করছি। এখনও কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমনের খবর পাইনি। যতদুর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে। এটাই আমাদের সিদ্ধান্ত