প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি-১

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি-১

নিউজডোর ডেস্ক ♦ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি:

১.“কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা

  দিয়া গেনু ভালে তো্র বেদনার টিকা”।– এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?

উ: কাজী নজরুল ইসলাম।

 

২. সুবচন নির্বাসনে- নাটকটির রচয়িতা কে?

উ:আবদুল্লাহ্ আল মামুন।

 

৩. নৌকাডুবি- রবীন্দ্র নাথের রচিত একটি-

উ: উপন্যাস।

 

৪. যে গাছে ফল ধরে কিন্তু ফুল ফোটে না- তাকে এক কথায় কি বলে?

উ: বনস্পতি।

 

৫. ভোজন করার ইচ্ছা- এক কথায় কি বলে?

উ: বুভুক্ষা।

 

৬. পিসিকালচার বলতে কি বোঝায়?

উ: মৎস চাষ।

 

৭. পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

উ: ধর্মপাল।

 

৮. কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরষ্কার পান?

উ: শিরিন  এবাদি।

 

৯. নিউজল্যান্ডের আধিবাসিদের কি বলা হয়?

উ: মাউরি।

 

১০. হাতভারি বাগধারার অর্থ-

উ: কৃপণ।

 

১১. জঙ্গম- এর বিপরীত শব্দ কি?

উ: স্থাবর।

 

১২. বাংলাদেশে সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি?

উ: মহাস্থানগড়

 

১৩. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?

উ: ১৭৮৯ সালে।

 

১৪. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?

উ: দক্ষিন তালপট্টি দ্বীপ

 

১৫. আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয়?

উ: মার্কারি।

 

১৬. মানবদেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয়?

উ: ফুসফুসে।

 

১৭. কত বছর পরপর হ্যালির ধুমকেতুর দেখা মেলে?

উ: ৭৬ বছর।

 

১৮. লালবাগ কেল্লার আদি নাম কি?

উ: আওরঙ্গবাদ দুর্গ।

 

১৯. বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাওঁ এর পত্তন করেন-

উ: ঈশা খান।

 

২০. মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে?

উ: অনেকগুলো দ্বীপ নিয়ে।