রংপুরে সাড়ে ৪’শ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ

বঙ্গবন্ধু-ইংরেজী দক্ষতা বৃদ্ধি-মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে শিক্ষনীয় বই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেয়া হয়

রংপুরে সাড়ে ৪’শ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৪’শ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কিশোর ভ‚বনের সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহ-সভাপতি রেহেনা আশিকুর রহমান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য রাশেক রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেজবাহুর রহমান প্রধান সহ অন্যরা।

শেষে কিশোর ভ,বন পাবলিশার্স এর উদ্যোগে বঙ্গবন্ধু, ইংরেজী দক্ষতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে শিক্ষনীয় বই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেয়া হয়।