রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩২ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২০ জন, গাইবান্ধার ৮ জন ও কুড়িগ্রামের ৪ জন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, আরটিআই কর্নারের এক সিনিয়র স্টাফ নার্স (৫৯), অপর সিনিয়র স্টাফ নার্স (৫০),  চিকিৎসাধীন ধাপ চিকলীভাটার এক বৃদ্ধ (৬৩), পাশারীপাড়ার এক পুরুষ (৩৯), সেনপাড়ার এক নারী (৪৪), এক যুবক (২০), এক পুরুষ (৫৭) ও সদরের এক পুরুষ (৫৫)। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর কুকরুলের এক নারী (৫২), কেরানীপাড়ার এক পুরুষ (৪২), পাকপাড়ার এক পুরুষ (৪০), পিবি রোডের এক পুরুষ (৫৮), আরকে রোডের এক চিকিৎসক (৬৮), এক পুরুষ (৩৫), এক শিশু (১০), সেনপাড়ার এক পুরুষ (৩০), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৪), ধাপ কটকিপাড়ার এক কিশোর (১৫), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক (৫৪) ও বদরঞ্জের এক নারী (৪৫)। 
গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা সদরের এক শিশু (১০), সদর পুরাতন হাসপাতাল লেনের এক যুবক (২৪), বাদিয়াখালীর এক যুবক (২৬), খন্দকার মোড়ের এক পুরুষ (৪৬), ভারাত খালির এক বৃদ্ধ (৬৭), থানাপাড়ার এক নারী (৪৪), পলাশবাড়ি গিরিধুরীপুরের এক পুরুষ (৪৮) ও সাদুল্ল্যাপুর ইদিলপুরের এক পুরুষ (৩৫)। 

কুড়িগ্রাম জেলায় নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৩৬), কুড়িগ্রাম সদরের এক পুরুষ (৩৮), খালিগঞ্জের এক বৃদ্ধা (৭০) ও পাইকপাড়ার এক ব্যক্তি । 

শুক্রবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৬৬৭ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৪৮ জন ও মারা গেছেন ৬১ জন।