দিনাজপুরে প্রথম করোনার টিকা নিলেন হুইপ ইকবালুর রহিম এমপি
আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি ♦ দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিকে করোনার টিকা প্রদানে মাধ্যমে শুরু হয়েছে করোনা টিকা প্রদান কার্যক্রম।
সাধারণ মানুষকে টিকা প্রদানে উদ্বুদ্ধ করতে রোববার সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সর্বপ্রথম টিকা গ্রহণ করেন।
এর পর একে একে ধারাবাহিকভাবে টিকা নেন চিকিৎসক নার্সসহ বিভিন্ন পেশাজীবিরা। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শাহ মোজাহেদুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, বিএমএ’র সভাপতি ডাঃ ওয়ারেস সরকার, সাধারন সম্পাদক ডাঃ বি কে বোসসহ অন্যান্যরা।
করোনা প্রতিরোধি টিকা গ্রহনে রবিবার সকাল পর্যন্ত দিনাজপুরে নিবন্ধন করেছেন প্রায় ৬ হাজার নারী পুরুষ। প্রতি মুহুর্তে বাড়ছে রেজিষ্ট্রেশনের সংখ্যা। প্রথম দফায় দিনাজপুরে ৯ হাজার ৬শ ভায়েলে এসেছে ৯৬ হাজার টিকা। এর মধ্যে প্রথম ধাপে ৪৫ হাজার জনকে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ। ৪ সপ্তাহ করে দেওয়া হবে দ্বিতীয় ডোজ।
অন্যদিকে সরকারি হিসেবে দিনাজপুরে ৩০ হাজার ১৬৮জনের নমূনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯১জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৫৭১জন। আর মৃত্যু বরন করেছে ১শত জন। বর্তমানে রোগী রয়েছে ২০জন মাত্র।