রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ৩৪ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৭ জন, কুড়িগ্রামের ২ জন, নীলফামারীর ২ জন, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও দিনাজপুরের এক জন করে রয়েছে।

রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিঠাপুকুরের এক বৃদ্ধা (৬৪), নীলফামারীর এক যুবক (২৫), ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধ (৬৫), দিনাজপুরের এক বৃদ্ধ (৮৫), তারাগঞ্জের এক নারী (৫০), মিঠাপুকুরের এক নারী (৩২) ও নগরীর ৩নং ওয়ার্ডের এক বৃদ্ধ (৬০)। 

রংপুর নগরীতে নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর এক নারী (৩৫), কুকরুলের এক পুরুষ (৪৮), কলাবাড়ির এক পুরুষ (৫৭), শালবনের এক নারী (৪৫), নিউ শালবনের এক নারী (৫০), আরকে রোড ইসলামবাগের এক নারী (৪৩), এক কিশোর (১৩), এক শিশু (১০), গুপ্তপাড়ার এক নারী (৪১), এক বৃদ্ধা (৬৫), আদর্শপাড়ার এক নারী (৫৫), আলমনগর জনতাব্যাংকের এক পুরুষ (৩৫), ধাপের এক চিকিৎসক (৫৪), সোনালী ব্যাংকের এক পুরুষ (৩৯), অপর পুরুষ (৪০), সেনপাড়ার এক নারী (৩৪), অপর এক নারী (৪২), ধাপ লালকুঠির এক বৃদ্ধ (৬০), এক নারী (৫৫), গনেশপুরের এক নারী (৪০)। 

রংপুর জেলায় নগরীর বাহিরে নতুন আক্রান্তরা হলেন, পীরগাছা তাম্বুলপুরের এক বৃদ্ধ (৭২), গঙ্গাচড়া লহ্মীটারীর এক পুরুষ (৩১) ও পীরগঞ্জ জামালপুরের এক বৃদ্ধ (৭২)। 

এছাড়া নীলফামারী জেলার এক বৃদ্ধা (৭২), গাইবান্ধা সদর রামচন্দ্রাপুরের এক নারী (৪৪), কুড়িগ্রাম সদর খলিলগঞ্জের এক বৃদ্ধ (৬৩) ও পলাশবাড়ির এক পুরুষ (৫৫) নতুন করে আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৬০৬ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯৯৬ জন ও মারা গেছেন, ৫৯ জন।