রংপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
এহসানুল হক সুমন ♦ রংপুর সিটি মেয়র, জেলা প্রশাসক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, মেডিকেল কলেজ অধ্যক্ষ, সিভিল সার্জনকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে রংপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের নার্সিং হোস্টেলের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেটাইন সেন্টারে ভ্যাকসিন প্রদান শুরু হয়।
এদিকে রংপুর সেনানিবাসে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম কামরুল হাসানকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে সেনা সদস্য, অসামরিক ব্যক্তিদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে রংপুর নগরী, ক্যান্টনমেন্টসহ মোট ১৭টি বুথে ১ হাজার ৭’শ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।