গণটিকার প্রথম দিনে টিকা নিলেন ৩০ লাখের বেশি মানুষ

একদিনে দশগুনের বেশি মানুষ টিকা নিলেন

গণটিকার প্রথম দিনে টিকা নিলেন ৩০ লাখের বেশি মানুষ

নিউজডোর ডেস্ক ♦ দেশব্যাপী করোনার গণটিকার প্রথমদিনে টিকা (প্রথম ডোজ) নিয়েছেন প্রায় ২৭ লাখ ৮৩ হাজার মানুষ। এছাড়া দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে প্রায় ৫৪ হাজার মানুষকে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সম্প্রারিত এবং নিয়মিত কর্মসূচি ‍মিলিয়ে ৩০ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ লাখ ১৪ হাজার ৯৩৬ জন পুরুষ এবং ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন নারী প্রথম ডোজ গ্রহণ করেছেন।

দেশে কয়েকদিন ধরে দিনে তিন লাখের মতো টিকা দেয়া হচ্ছিল। তার দশগুন টিকা একদিনে (শনিবার) দেয়া হলো। শনিবার চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে প্রায় ২৫ লাখ মানুষকে।

একদিনে। শনিবার চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয় প্রায় ২৫ লাখ মানুষকে।