রংপুর মেডিকেল হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
রংপুরে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
নভেল চৌধুরী ♦ স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, আগামীতে রংপুর মেডিকেল হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না। হাসপাতালে রোগীরা সেবা নিতে আসেন। আর যারা রোগীদের এই সেবা নিতে বাধাগ্রস্ত করবে, তাদের আমরা হাসপাতালে রাখব না। বৃহস্পতিবার রংপুর মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রংপুর হাসপাতালের দুর্নীতি সম্পর্কে অনেক তথ্য জেনেছি। হাসপাতালে কিছু অব্যবস্থাপনা ছিল। আমরা সেখানে নতুন লোক নিয়োগ দিয়েছি। হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা পরিচালক পর্যন্তও নতুন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের রংপুরের প্রতি বিশেষ নজর রয়েছে। আমাদের ওপর আস্থা রাখুন আমরা শীঘ্রই রংপুর মেডিকেল হাসপাতালে উন্নত সেবা নিশ্চিত করব।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে। এছাড়া আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন উল্লেখ করেন তিনি। ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা