কাল রমেক হাসপাতালের ৮টি বুথে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

কাল রমেক হাসপাতালের ৮টি  বুথে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

নভেল চৌধুরী ♦ রংপুরে রোববার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ। প্রথম ধাপে করোনাযোদ্ধা চিকিৎসকদের মাঝে ভ্যাকসিন নেয়া নিয়ে আগ্রহ বেশি দেখা গেছে। এ পর্যন্ত ৫০০ জনের মত চিকিৎসক রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। 
তিনি জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় সব চিকিৎসকই ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তবে সাধারণ মানুষ এখনো রয়েছে দ্বিধাদ্বন্দ। সাধারণ মানুষের পাশাপাশি সচেতন মহল এমনটি সাংবাদিকরা  করোনা ভ্যাকসিন নিবেন কি নিবেন না এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি রোববার সকালে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা এসেছে। কোল্ড চেইন মেনটেইন করে ভ্যাকসিনগুলো ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে।  রংপুরের সদর উপজেলা বাদে বাকি ৭টি উপজেলায় ভ্যাকসিন পৌছে দেয়া হয়েছে। সিটি করপোরেশন ও সদর উপজেলার মানুষ রমেক হাসপাতালের ৮টি বুথে এই ভ্যাকসিন গ্রহণ করবেন। এছাড়া প্রতি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ভ্যাকসিন দেয়া হবে । এপর্যন্ত কতজন ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে  সিভিল সার্জন এর সঠিক পরিসংখ্যান দিতে না পারলেও ৫ হাজারের বেশি মানুষ রেজিস্টেশন করেছে বলে তিনি জানান। 

এদিকে মাঠ পর্যায়ে খোজ নিয়ে জানাগেছে, সাধারণ মানুষের মাঝে করোনার ভ্যাকসিন নিয়ে খুব একটা আগ্রহ নেই। বেশকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, বিষয়টি অগে পর্যবেক্ষন করি। তার পরে সিদ্ধান্ত নিব। সাংস্কৃতিক অঙ্গনের বেশ কজনের সাথে কথা হলে তারাী বলেন, আগে পর্যবেক্ষন করি । পরে সিদ্ধান্ত নিব। এনমনকি সাংবাদিকদের মাঝেও ভ্যাকসিন নেয়ার খুব একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি। 

রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার জানালেন, তারা জানা মতে সাংবাদিকদের মধ্যে কেউ এখনো রেজিস্ট্রেশন করেননি। তিনি করোনা ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সাংবাদিকদের  প্রতি আহবান জানান। 

সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় বলেন, রমেক হাসপাতালেই প্রায় ৫০০ চিকিৎসক ভ্যাকসিন নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। রমেক হাসপাতালের ৮টি বুথ ও উপজেলার পর্যায়ে ৭ বুথের মাধ্যেমে ভ্যাকসিন প্রদান শুরু হবে। তিনি ভ্যাকসিন গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার আহবান জানান।