রমেকে নমুনা পরীক্ষায় আরও ২০ জন শনাক্ত
স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ১৬ জন, গাইবান্ধায় ২ জন, লালমনিরহাট ও নীলফামারী জেলায় একজন করে রয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর নগরীর মাহিগঞ্জের এক বৃদ্ধ (৭০), সাগরপাড়ার এক চিকিৎসক (৩৫), বদরগঞ্জের এক বৃদ্ধা (৬১), রংপুর সদরের এক নারী (৩৭), লালমনিরহাট কালিগঞ্জের এক বৃদ্ধ (৬২) ও নীলফামারী সৈয়দপুরের এক নারী (৩০)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর সেনপাড়ার এক বৃদ্ধা (৭১), হনুমানতলার এক নারী (২২), পাশারীপাড়ার এক শিশু (৩), ধাপ লালকুঠির মোড়ের এক পুুরুষ (৪৮), ধাপের এক নারী, কেরানীপাড়ার এক পুরুষ (৪১), রাধাবল্লভের এক নারী (২৪), বদরগঞ্জের এক পুরুষ (৪৫), ডাক্তারপাড়ার এক যুবক (২৫), এক পুরুষ (৪৪), পীরগঞ্জের এক পুরুষ (৪৮), কাউনিয়ার এক পুরুষ (৩৫)।
গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, গোবিন্দগঞ্জ পান্থপাড়ার এক শিশু (৬) ও রাখাল বুরুজের এক নারী (৩৫)।
মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এতথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৬৫৩ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ১৯৪ জন। মারা গেছেন, ৮০ জন।