রমেকে নমুনা পরীক্ষায়  আরও ২৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায়  আরও ২৩ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦  রংপুর মেডিকেল কলেজে (রমেক) নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৩ জন, দিনাজপুরের ৩ জন, গাইবান্ধার ২ জন ও নীলফামারীর ২ জন রয়েছে। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন আক্রান্তরা হলেন, রংপুর নগরীর ধাপের এক নারী (২০), মিঠাপুুকুরের এক বৃদ্ধ (৬০), নীলফামারী কিশোরগঞ্জের এক বৃদ্ধা (৬৬), সৈয়দপুরের এক বৃদ্ধ (৬৫), কুড়িগ্রাম চিলমারীর এক নারী (৫০), দিনাজপুরের এক বৃদ্ধ (৭০), পাবর্তীপুরের এক পুরুষ (৫২), এক নারী (৫০)। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, নগরীর নজিরেরহাটের এক পুরুষ (৫৩), পার্কের মোড়ের এক বৃদ্ধ (৭৮), মুলাটোলের এক নারী (৫৫), মুন্সিপাড়ার এক বৃদ্ধ (৭২), শালবনের এক নারী (৩০), তাজহাটের এক নারী (৫৫), টেক্সটাইল মোড়ের এক যুবক (২১) লালকুঠির এক চিকিৎসক (৩৯), রেঞ্জ রিজার্ভ ফোর্সের এক পুলিশ সদস্য (৪৫), হারাগাছ থানার এক পুলিশ সদস্য (৩৩), গঙ্গাচড়ার এক পুুরুষ। 

কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা ফুলছড়ি উদাখালীর এক নারী (২৫), পূর্ব উদাখালীর এক বৃদ্ধ (৬৪), কুড়িগ্রাম টিটিসি’র এক পুরুষ ও রৌমারী বাংলাবাজারের এক পুরুষ (৫০)।

সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৮০৩ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ১৮৯ জন ও মারা গেছেন ৬৪ জন।