দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক
মুশফিক ও নাসুম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক

নিউজডোর স্পোর্টস ডেস্ক ♦ বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমেনেটর ঢাকা-বরিশালের গতকাল ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে গিয়েছিলেন মুশফিকুর রহিম যার কারণে তুমুল সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগযোগ মাধ্যমসহ ভক্তদের মাঝে।

এ বিষয়ের প্রেক্ষিতে আজ মঙ্গলবার নিজস্ব ফেসবুক পেইজে করা পোস্টের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মুশি। ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে আশ্বাস দেন তিনি।

 

ভবিষ্যতে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতি দিয়ে মুশি বলেন, প্রথমেই আমি আমার সব ভক্ত দর্শকের কাছে ক্ষমা চাই গতকালের ম্যাচের ঘটনার জন্য ম্যাচের পরই সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছিদ্বিতীয়ত, আমি স্রষ্টার কাছেও ক্ষমা প্রার্থনা করছি সবসময়ই মনে রাখার চেষ্টা করি, আমি সবকিছুর ওপরে একজন মানুষ এবং মাঠে যে আচরণ কালকে দেখিয়েছি, তা গ্রহণযোগ্য নয় কথা দিচ্ছি,  ভবিষ্যতে মাঠের ভেতরে-বাইরে  এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না