মুশফিকের বিদায়ে ভক্তের কবিতা: বিদায় মুশি

মুশফিকের বিদায়ে ভক্তের কবিতা: বিদায় মুশি

বিদায় মুশি
মোঃ মাসুদ রানা মাকসুদ মুন্সী
মুশি তুমি চলে গেলে দিয়ে গেলে
চোখ জুড়ে বৃষ্টির মৌসুম,
কেউ চলে যায় কেউ বা আসে
এইটা হয়তো প্রকৃতির নিয়ম।
দেখেছি তোমার কত জয়,পরাজয়ে
মানিয়ে নিয়েছি তুমি আছো বলে,
মাঠের চারধার যখন কান্নার উৎসব
আনন্দ দিয়েছ তুমি ৪,৬ খেলে।
মান অভিমান নিয়ে নিঃশব্দে
চলে যাবে কখনো ভাবিনি আমি,
সময়ের বেড়া জালে আজ
আঁটকে গেছ তুমি।
আর কখনো দেখবো না তোমায়
আন্তর্জাতিক টি২০ খেলার মাঠে,
তামিম কে নিয়ে যে ভাবে কথা বলে মানুষ
তোমাকে নিয়ে কথা বলবে খেলার মাঠে।
হাসি মুখে থেকেও বুকের মাঝে
লুকিয়ে রেখেছ হাজার হাজার কষ্ট,
সময় নামক কালবৈশাখী ঝড়
তোমার জীবন করেছে নষ্ট।
বিদায় মিষ্টার ডিপেন্ডেবল বিদায়,
তোমাকে হাসি মুখে দিলাম বিদায়।