বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বাকে রক্ষা করে গেছেন: বেরোবি উপাচার্য

১৫ আগস্টের নৃশংসতা আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে

বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্ত্বাকে রক্ষা করে গেছেন: বেরোবি উপাচার্য
বেগম রোকেয়া বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ

বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এই হত্যাকান্ড বাঙালি জাতি হিসেবে আমাদেরকে বিশ্ব দরবারে অপমানিত করেছে। আন্তর্জাতিক মহলে আমাদের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। 
গেল বুধবার শোকাবহ আগস্ট  উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্ত¡ার স্থায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং বাঙালি জাতিসত্ত্বাকে রক্ষার জন্য আমরা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ ও চিরঋণী।