বেরোবি’তে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেরোবি’তে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) সকালে ক্যাম্পাসের রাসেল চত্বরে সমাজবিজ্ঞান বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। অপরদিকে একাডেমিক ভবন-৩ এর সামনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে কেক কাটেন উপাচার্য। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরিফুল ইসলাম, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. নুরুজ্জামান খান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইলিয়াসসহ দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগ দুটি পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করে।