ঘুর্ণিঝড় গ্যাব্রিয়েলে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি

অনেক এলাকায় মোবাইল পরিষেবাও বন্ধ

ঘুর্ণিঝড় গ্যাব্রিয়েলে নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি
ছবি: পিপা নিউজ

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় “গ্যাব্রিয়েলের” কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ নিয়ে দেশটির ইতিহাসে মোট তিনবার জরুরি অবস্থা জারি করা হলো। ২০১৯ সালে ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জরিুরি অবস্থা জারি করা হয়।

ঘুর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হেনেছে দেশটির উত্তরাঞ্চলে। ফলে নিউজিল্যান্ডের উত্তারঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারি বৃষ্টি ও দমকা বাতাসের কারণে দেশটিতে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। দেশটিতে প্রবল বর্ষন ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। কিছু এলাকায় আবার ভূমিধ্বসের কারণে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা তলিয়ে গেছে পানিতে। অনেক এলাকায় মোবাইল পরিষেবাও বন্ধ রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স গণমাধ্যমদের জানান, নিউজিল্যান্ডের উত্তরদ্বীপে অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়েছে, দেশজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সূত্র: বিবিসি