হামাসের রকেট হামলায় ২২ ইসরায়েলি নিহত
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ২২ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিকইসরায়েলি।
শনিবার (৭ অক্টোবর) গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে ৫ হাজার রকেট ছোড়া হয়। যদিও পরে হামাস হামলার দায় স্বীকার করে।
স্থানীয় গণমাধ্যমের মতে, ইসরায়েলের জরুরি সেবা সংস্থা বলছে যে হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অন্তত ২২ জন নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ৫৪৫ জন আহত হয়েছেন।