যুদ্ধে ইউক্রেন জিততে পারে: ন্যাটো মহাসচিব

দনবাস অঞ্চলে মস্কোর আক্রমণ প্রতিরোধের মুখে পড়েছে

যুদ্ধে ইউক্রেন জিততে পারে: ন্যাটো মহাসচিব

নিউডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জিততে পারে বলে দাবি করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। মস্কো মূল পরিকল্পনা থেকে আক্রমণে ঠিক কতটা দূরে সরে গেছে তা উল্লেখ করে এই মন্তব্য করেন স্টোলবার্গ।

বার্লিনে অনুষ্ঠিত ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ন্যাটো মহাসচিব এ দাবি করেন বলে আল-জাজিরায় এই খবর প্রকাশ পায়।

স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে মস্কোর পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ চলেনি। দনবাস অঞ্চলে মস্কোর আক্রমণ প্রতিরোধের মুখে পড়েছে এবং খারকিভের চারপাশ থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার করা হয়েছে।