কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, দোকান মালিক আটক

কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, দোকান মালিক আটক

নিউজডোর ডেস্ক ♦ কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে সন্দেহে ঢাকার আশুলিয়ার একটি হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপস্থিত লোকজনের ক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হোটেল মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার হোটেল মালিক ও সন্দেহভাজন ব্যক্তি রাজীবকে আজ সোমবার দুপুরে আশুলিয়াথানা থেকে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গতকাল রোববার রাত ১২ টার দিকে নরসিংহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ নামের দোকান থেকে রাজীবকে আটক করা হয়।

ভোক্তা রুপালী বেগম বলেন, গতকাল দুপুরে ছেলের জন্য এই দোকান থেকে কাচ্চি বিরিয়ানি কিনে বাসায় নেই। বিরিয়ানি ভালো না বলে ছেলে খেতে পারছিল না। এরপর দেখি মাংসের হাড় খুব চিকন। এতে করে আমার ছেলে খেতে পারছিল না। এরপর লক্ষ্য করে আমি দেখি হাড়ের মাংস খুব চিকন। আমার সন্দেহ হয় এটা গরুর মাংস কিনা!

পরে তাদের দোকানে গিয়ে জানতে চেয়েছি এটা গরুর মাংস না খাসির মাংস। উত্তরে দোকানদার বলেন এটা গরুর মাংস। এরপর চলে আসি। পরে স্থানীয় ওষুধের দোকানির দোকানে গিয়ে জানতে চেয়েছিলাম। তবে তিনি বলতে পারছিলেন না।

 

দোকান কর্তৃপক্ষ বলছে তাদের ব্যবসার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই কেউ বা কারা এরকম ষড়যন্ত্র করেছে।