চলতি মাসে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের আশঙ্কা
ঝড়টির নাম দেয়া হয়েছে ‘তেজ’
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ চলতি মাসে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝরের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় তৈরি হবে হয়ে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের ভারতীয় উপকূলবর্তী অঞ্চলে। এ ঘুর্ণিঝড়টির না দেয়া হবে তেজ।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে আগামী পাঁচদিন ভারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে।