দুই শর্তে তালেবানের সাথে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র

বিভিন্ন দেশ তালেবানের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী

দুই শর্তে তালেবানের সাথে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানের তালেবান সরকারের সাথে শর্তস্বাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার সিএসএসকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি।

আগের তালেবান আর বর্তমান তালেবানের মধ্যে অনেক পার্তক্য রয়েছে। বর্তমান তালেবান নেতারা বাস্তবতার বুঝে কাজ করতে আগ্রহী। তাই তারা খুব সতর্কভাবে এগুচ্ছে।

বিভিন্ন দেশ তালেবানের সাথে সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্ক।