কাখোভকা বাঁধ প্লাবিত, আরও এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা

কাখোভকা বাঁধ প্লাবিত, আরও এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা
ছবি: দ্যা নিউইয়র্ক টাইম’স

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ ইউক্রেনের কাখোভকা বাঁধ ধ্বংসের পর বৃহস্পতিবারের মধ্যে পানির স্তর আরও ৩ ফুট বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ । পানির স্তর বৃদ্ধি ডিনিপারের তীর বরাবর আরও নিম্নধারার অঞ্চলগুলিকে গ্রাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে খেরসন অঞ্চলে বন্যা ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মঙ্গলবার কাখোভকা বাঁধ ভেঙে পড়ে। এটা কি কারণে হয়েছে তা স্পষ্ট নয়।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে বাঁধটি ধ্বংস করার জন্য অভিযুক্ত করেছেন, যখন ক্রেমলিন লঙ্ঘনের জন্য কিয়েভের গোলাবর্ষণকে দায়ী করেছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনস্কি লিখেছেন, "ইউক্রেনের বৃহত্তম জলাধারগুলির মধ্যে একটির ধ্বংস একেবারেই ইচ্ছাকৃত... লক্ষ লক্ষ মানুষ পানীয় জলের স্বাভাবিক প্রবেশাধিকার ছাড়াই রয়ে গেছে।"

সূত্র: ডিডব্লিউ নিউজ