কারাগারে মাদ্রকদ্রব্য সরবরাহের অভিযোগে বিড়াল আটক

কারাগারে মাদ্রকদ্রব্য সরবরাহের অভিযোগে বিড়াল আটক

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ কারাগারে মাদকদ্রব্য সরবরাহ করা কোনো নতুন ঘটনা নয়্য। বিশ্বের অনেক দেশের কারাগার গুলোতে বিভিন্ন কৌশলে সরবরাহ করা মাদকদ্রব্য। তবে কোনও প্রাণীকে হাতিয়ার বানিয়ে কারাগারে মাদক সরবরাহের ঘটনা খুবই কম রয়েছে। এরকম ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার পানামা দেশের পানামা কারাগারে।

মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে শুক্রবার বিড়ালটিকে আটক করা হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, সাদা রঙের বিড়ালটি কারাগারের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় বিড়ালটিকে আটক করলে, তার শরীরে বাধা অবস্থায় মাদক পাওয়া যায়।

সেখানকার এক কর্মকর্তার মতে, প্যাকেটগুলোতে সম্ভবত কোকেন, ক্রাক ও মারিজুয়ানা ছিল।

তবে এবার প্রথম নয় ওই কারাগারে এর আগেও অনেকবার কবুতর এবং ড্রোনের সাহায্যে  মাদকদ্রব্য সরবরাহ করার চেষ্টা করা হয়েছিল।