হামাসের হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ অবৈধভাবে দখল করা গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে। সোমবার দক্ষিন গাজা উপত্যকরা খান ইউনিস শহরে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলা অবৈধ দখলকারী ইসরাইলের ৫ সেনা নিহত হয়।
সামরিক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ইসরায়েলি সেনারা সেনাবাহিনীর ৫ম ব্রিগেডের ৮১১১১তম ব্যাটালিয়নের সদস্য। খান ইউনিস শহরের একটি স্কুলের কাছে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটলে হতাহতের ঘটনা ঘটে।
গত রোববার গাজায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে হামলায় 433 ইসরায়েলি সেনা নিহত হয়েছে।